আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল

কুঠিপাড়া-কিসমত প্রতাপপুর, পাবনা

স্থাপিত-2001 ইং

নীতিমালা ও সার্কুলার

১।সকল ছাত্র এর শার্ট রঙ সাদা হবে,শার্ট প্লেইন হবে এবং কোন পকেট থাকবেনা।

২।একজন ছাত্র/ছাত্রী সাদা শার্ট পরতে পারে এবং প্রতি শুক্রবার আকস্মিকভাবে ধড়াচূড়া করতে হবে।

৩।সকল ছাত্রীদের পায়জামা এবং স্কার্ট ধূসর রঙ এর হবে।

৪।ছাত্রীদের পায়জামা অভিন্ন,পায়জামা কোন ডিজাইনার লেবেল থাকবেনা,পায়জামা বেল্ট লুপ থাকবে এবং একটি বেল্ট দিয়ে জীর্ণ হতে হবে।

৫।সকল ছাত্র এর হাঁটু দৈর্ঘ্য হাফপ্যান্ট গ্রহণযোগ্য।

৬।চুলের ডিজাইন কাটার মধ্যে অস্বভাবিক শোভা অনুমোদিত নয়।